দোয়া : اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ
উচ্চারণ : আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।
অর্থ : আপনার উপর শান্তি ও আল্লাহ পাকের রহমত এবং বরকত বর্ষিত হোক।
(বুখারী, হাদীস নং ৩৩২৬)
দোয়া : وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ
উচ্চারণ : ওয়া আলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
অর্থ : এবং আপনার উপরেও শান্তি ও আল্লাহ পাকের রহমত ও বরকত বর্ষিত হোক।
(বুখারী, হাদীস নং ৪৭৯৩)
দোয়া : يَغْفِرُ اللهُ لَنَا وَلَكُمْ
উচ্চারণ : ইয়াগফিরুল্লাহু লানা-ওয়া লাকুম।
অর্থ : আল্লাহ তা’আলা আমাদের এবং তোমাদের উভয়কে ক্ষমা করুন।
( আবু দাউদ, হাদীস নং ৫২১১)
দোয়া : اَللّٰهُمَّ زِدْ مُحَبَّتِيْ لِلّٰهِ وَرَسُوْلِهٖ
উচ্চারণ : আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসুলিহি।
অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের মাঝে আপনার ও রাসুলের ভালোবাসা বৃদ্ধি করে দিন।
(জামেউস সুনান, হাদীস নং ১৫)