দোয়া : اَللّٰهُمَّ بارِكْ لَنَا فِيْمَا رَزَقْتَنَا، وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ : আল্লাহুম্মা বারিকলানা ফিমা রাজাকতানা ওয়াকিনা আজাবান্নার।
অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের যে জীবিকা দান করেছেন, তাতে বরকত দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচান।
( আল-আজকারুন নাবুওয়াহ, হাদীস নং ৫৫৬)
দোয়া : ِسْمِ اللهِ وَعَلٰي بَرَكَةِ اللهِ
উচ্চারণ : বিসমিল্লাহি ওয়া’আলা বারাকাতিল্লাহি ।
অর্থ : আল্লাহর নামে শুরু করছি এবং আল্লাহ তা’আলার বরকতের সাথে এই খাবার খাচ্ছি।
(মুসতাদরাকে হাকিম, হাদীস নং ৭২৩৬ )
দোয়া : بِسْمِ اللهِ اَوَّلَهٗ وَاٰخِرَهٗ
উচ্চারণ : বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু।
অর্থ : খাবারের শুরুতে আল্লাহর নাম শেষেও আল্লাহর নাম।
( আবু দাউদ, হাদীস নং ৩৭৬৭ )
দোয়া : اَلْحَمْدُ لِلّٰهِ
উচ্চারণ : আলহামদুলিল্লাহ।
অর্থ : সকল প্রশংসা আল্লাহর জন্য।
(ইবনে মাজাহ, হাদীস নং ৩৮৩)
দোয়া : اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْ ثَمَرِنَا
উচ্চারণ : আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ।
অর্থ : হে আল্লাহ, আপনি আমাদের ফল-ফলাদিতে বরকত দিন।
(মুসলিম, হাদীস নং ১৩৭৩)
দোয়া : َللّٰهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ، وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
উচ্চারণ : আল্লা-হুম্মা বা-রিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম।
অর্থ : হে আল্লাহ! আপনি তাদের যে রিযিক প্রদান করেছেন তাতে বরকত দিন। তাদেরকে ক্ষমা করুন এবং তাদের প্রতি রহম নাযিল করুন।
( আবু দাউদ, হাদীস নং ৩৭৩০ )
দোয়া : اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِيْنَ
উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আতআমানা, ওয়াসাকানা, অজাআলানা মিনাল মুসলিমিন।
অর্থ : সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের খাওয়ালেন, পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করেছেন।
(আবু দাউদ, হাদীস নং ৩৮৫০)
দোয়া : اَلْحَمْدُ لِلّٰهِ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُبَارَكًا فِيْهِ
উচ্চারণ : আলহামদুলিল্লাহি হামদান কাছিরান ত্বাইয়্যিবান মুবা-রাকান ফিহি।
অর্থ : সকল প্রশংসা আল্লাহর জন্য, তাঁর জন্য অনেক প্রশংসা, পবিত্রতা তাঁরই জন্য।
( বুখারী, হাদীস নং ৫৪৫৮ )
দোয়া : اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْ ثَمَرِنَا
উচ্চারণ : আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ।
অর্থ : হে আল্লাহ, আপনি আমাদের ফল-ফলাদিতে বরকত দিন।
(মুসলিম, হাদীস নং ১৩৭৩)
দোয়া : وَ سَقٰهُمۡ رَبُّهُمۡ شَرَابًا طَهُوۡرًا
উচ্চারণ : ওসাকাহুম রব্বুহুম শারাবান তহুরা।
অর্থ : তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়।
(সূরা দাহর, আয়াত -২১)
দোয়া : اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ سَقَانَا مَاءً عَذْبًا فُرَاتًا بِرَحْمَتِهٖ
উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি ছাকানা মায়ান আজবান ফুরাতান বিরাহমাতিহি ।
অর্থ : সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্যে, যিনি আমাদেরকে তাঁর রহমতে সুস্বাদু, সুমিষ্ট পানি পান করিয়েছেন।
(কানযুল উম্মাহ, হাদীস নং ১৮২২৬)
দোয়া : اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ
উচ্চারণ : আল্লাহুম্মা বারিক-লানা ফিহি ওয়াঝিদনা মিনহু।
অর্থ : হে আল্লাহ! আপনি এই দুধে বরকত দিন এবং অধিক পরিমাণে তা বাড়িয়ে দিন।
(আবু দাউদ, হাদীস নং ৩৭৩০)
দোয়া : اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ عِلْمًا نَافِعًا رِزْقًا وَّاسِعًا وَّشِفَاءً مِّنْ كُلِّ دَاءٍ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ‘ইলমান না ফি‘আ, ওয়া রিযক্বান ওয়া সি‘আ, ওয়া শিফা আম মিন কুল্লি দা-ইন।
অর্থ : হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে উপকারী ইলম এবং হালাল বরকতময় রিযিক এবং সব ধরনের রোগে থেকে শেফা চাচ্ছি।
(মুসতাদরাকে হাকিম, হাদীস নং ১৭৩৯)