দোয়া : بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَي اللهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّتَ اِلَّا بِا للهِ
উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লা-হি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ : আল্লাহ্র নামে বের হচ্ছি। আল্লাহর উপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া বিরত থাকা বা কল্যাণ লাভ করার শক্তি কারো নেই।
(আবু দাউদ, হাদীস নং ৫০৯৫)
দোয়া : رَّبِّ اَدۡخِلۡنِیۡ مُدۡخَلَ صِدۡقٍ وَّ اَخۡرِجۡنِیۡ مُخۡرَجَ صِدۡقٍ وَّ اجۡعَلۡ لِّیۡ مِنۡ لَّدُنۡکَ سُلۡطٰنًا نَّصِیۡرًا
উচ্চারণ : রাব্বি আদখিলনি মুদ খালা সিদক্বিও ওয়া আখরিজনী মুখরাজা সিদক্বিও ওয়াজ আলনি মিল্লাদুনকা সুলত্বা নান নাসিরা।
অর্থ : হে আমার রব, আমাকে প্রবেশ করুন সত্যরূপে এবং বের করুন সত্যরূপে । আর আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী রূপে কবুল করুন।
(সূরা বানী ইসরাঈল, আয়াত-৮০)
দোয়া : بِسْمِ اللهِ اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُبِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার আশ্রয় প্রর্থনা করছি ক্ষতিকারক নর-নারী জ্বিনের অনিষ্ট থেকে।
(বুখারী, হাদীস নং ১৪২)
দোয়া : غُفْرَانَكَ اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّي الْاَذٰى وَعَافَانِيْ
উচ্চারণ : গুফরানাকা আলহামদুলিল্লা হিল্লাযি আযহাবা ‘আন্নিল আযা ওয়া ‘আ ফা নী।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি। সকল প্রশংসা আল্লাহ তা’আলার জন্য, যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তুসমূহ দূর করেছেন এবং আমাকে সুস্থ রেখেছেন।
(আবু দাউদ, হাদীস নং ৩০)
দোয়া : فَاللّٰهُ خَيْرٌ حَافِظًا وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِيْنَ
উচ্চারণ : ফাল্লাহু খাইরুন হাফিযাও ওয়াহুয়া আরহামার রাহিমিন।
অর্থ : অবশ্যই, আল্লাহ সবচেয়ে উত্তম হেফাজতকারী এবং তিনি সবচেয়ে বেশি দয়ালু।
(সুরা ইউসুফ, আয়াত- ৬৪)
দোয়া : بِسْمِ اللهِ وَلَجْنَا وَ بِسْمِ اللهِ خَرَجْنَا وَعَلَى اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا اَللّٰهُمَّ اِنِّيْ اَسْاَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ
উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা খাইরাল মাওলিজি, ওয়া খাইরাল মাখরজি, বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়া বিসমিল্লাহি খারাজনা, ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে ভিতরে প্রবেশ এবং বের হবার কল্যাণ কামনা করছি। আমরা আল্লাহ তা’আলার নামে প্রবেশ করলাম এবং আল্লাহর নামে বের হলাম এবং আমরা আমাদের রব আল্লাহর উপরই ভরসা করলাম।
(আবু দাউদ, হাদীস নং ৫০৯৫)
দোয়া : لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ
উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাউলা ওয়ালা কুউওয়াতা ইল্লা- বিল্লাহ।
অর্থ : আল্লাহ তা’আলার নামে বের হলাম, আমি আল্লাহ তা’আলার উপরই ভরসা করলাম। আল্লাহর তাওফিক ছাড়া গুনাহ থেকে বেঁচে থাকা বা কোনো নেক কাজ করা সম্ভব নয়।
( আবু দাউদ, হাদীস নং ৫০৯৬)
দোয়া : اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ
উচ্চারণ : আল্লাহুম্মাফ্তাহলি আবওয়াবা রাহমাতিক।
অর্থ : হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।
( আবু দাউদ, হাদীস নং ৪৬৫)
দোয়া : اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكَ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আস’আলুকা মিন ফাদ্লিক।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে অনুগ্রহ প্রার্থনা করছি।
(আল-হাকিম, আল মুসতাদরিক, হাদীস নং ২১৮)
দোয়া : لَۤا إِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهٗ لاَ شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِيْ وَيُمِيْتُ ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
উচ্চারণ : লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির।
অর্থ : আল্লাহ তা’আলা ছাড়া কোন মাবুদ নেই। তিনি একক, তাঁর কোন অংশীদার নেই। সব ক্ষমতা তাঁরই, সকল প্রশংসা তাঁর জন্য। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। এবং তিনিই সকল বস্তুর উপর সর্বময় ক্ষমতাশীল।
( তিরমিযী, হাদীস নং ৩৪২৯)
দোয়া : بِسْمِ اللّٰهِ، تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلاَّ بِاللهِ
উচ্চারণ : বিসমিল্লাহি, তাওয়াককালতু ‘আলাল্লা-হি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ : আল্লাহ্র নামে বের হচ্ছি। আল্লাহর উপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া বিরত থাকা বা কল্যাণ লাভ করার শক্তি কারো নেই।
(আবু দাউদ, হাদীস নং ৫০৯৫)
দোয়া : َللّٰهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهٖ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهٖ
উচ্চারণ : আল্লা-হুম্মা লাকাল-হামদু আনতা কাসাওতানীহি। আসআলুকা মিন খইরিহি।
অর্থ : “হে আল্লাহ্! আপনারই জন্য সকল প্রশংসা। আপনিই এটি আমাকে পরিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ চাচ্ছি ।
( আবু দাউদ, হাদীস নং ৪০২০ )
দোয়া : اَللّٰهُ اَكْبَرْ
উচ্চারণ : আল্লাহু আকবার।
অর্থ : আল্লাহ তা’আলা সব কিছুর চেয়ে বড় এবং মহান।
( বুখারী, হাদীস নং ২৯৯৩)
দোয়া : سُبْحَانَ اللّٰهِ
উচ্চারণ : সুবহানাল্লাহ।
অর্থ : সকল পবিত্রতা ও মহিমা মহান আল্লাহ্ তা‘আলার ।
( বুখারী, হাদীস নং ২৯৯৩)
দোয়া : اَللّٰهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
উচ্চারণ : আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।
অর্থ : হে আল্লাহ! আপনারই নামে ঘুমাতে যাচ্ছি এবং আপনারই দয়ায় জেগে উঠবো।
( বুখারী, হাদীস নং ৬৩২৫ )
দোয়া : اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ
উচ্চারণ : আলহামদু লিল্লা-হিল্লাযি আহইয়া-না- বাদা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন নুশূর
অর্থ : সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁর কাছেই আমাদের পুনরুত্থান।
( বুখারী, হাদীস নং ৬৩১২)
দোয়া : اَلْحَمْدُ لِلّٰهِ
উচ্চারণ : আলহামদুলিল্লাহি
অর্থ : সব প্রশংসা আল্লাহর।
(বুখারী, হাদীস নং ৫৮৭০)