দোয়া : بِسْمِ اللهِ
উচ্চারণ : বিসমিল্লাহ্।
অর্থ : পরম করুনাময় আল্লাহর নামে।
(আবু দাউদ, হাদীস নং- ১০১)
দোয়া : اَللّٰهُمَّ اجْعَلْنِي ْمِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِي ْمِنَ الْمُتَطَهِّرِيْنَ
উচ্চারণ : আল্লা-হুম্মাজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাত্বহিন
অর্থ : হে আল্লাহ! আপনি আমাকে তাওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন।
(তিরিমিযী, হাদীস নং- ৫৫)
দোয়া : اَللّٰهُمَّ اَعِنِّيْ عَلٰى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ
উচ্চারণ : আল্লাহুম্মা আ-ইন্নি আলা জিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিকা।
অর্থ : হে আল্লাহ, আপনার জিকির করতে, আপনার শোকরিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।
(আবু দাউদ, হাদীস নং ১৫২২)
দোয়া : سُبْحَا نَكَ اللّٰهُمَّ وَ بِحَمْدِكَ وَ تَبَارَكَ اسْمُكَ وَ تَعَالٰى جَدُّكَ وَ لَا اِلٰهَ غَيْرُكَ
উচ্চারণ : সুবহানাকা আল্লা-হুম্মা ওয়া বি-হামদিকা, ওয়া তাবারা-কাসমুকা, ওয়া তা আলা জাদ্দুকা ওয়া-লা ইলাহা গাইরুকা।”
অর্থ : উচ্চারণ সুবহানাকা আল্লা-হুম্মা ওয়া বি-হামদিকা, ওয়া তাবারা-কাসমুকা, ওয়া তা আলা জাদ্দুকা ওয়া-লা ইলাহা গাইরুকা।”
( মুসলিম, হাদীস নং ৩৯৯)
দোয়া : اَ عُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
উচ্চারণ : আউযু-বিল্লাহি মিনাশ শাইত্ব-নির রাযিম।
অর্থ : বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তা’আলার কাছে আশ্রয় প্রার্থনা করছি।
( মুসলিম, হাদীস নং ২২০৩)
দোয়া : سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ
উচ্চারণ : সুবহা-না রব্বিয়াল আযিম।
অর্থ : আমার রব পবিত্র ও মহামহিম।
( মুসলিম, হাদীস নং ৭৭২)
দোয়া : سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهٗ
উচ্চারণ : সামিআল্লা-হু লিমান হামিদাহ বলে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতেন।
অর্থ : যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন আল্লাহ্ তা’আলা ওই ব্যক্তির প্রশংসা শোনেন।
( বুখারী, হাদীস নং ৭৯৬)
দোয়া : اَللّٰهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ
উচ্চারণ : আল্লা-হুম্মা রব্বানা লাকাল হামদ।
অর্থ : হে আল্লাহ! আপনার জন্যই সকল প্রশংসা।
( বুখারী, হাদীস নং ৭৯৬)
দোয়া : سُبْحَانَ ربِّيَ الْاَعْلٰى
উচ্চারণ : সুব-হানা রাব্বিয়াল আ’লা।
অর্থ : আমার প্রতিপালক পবিত্র ও সুমহান।
(মুসলিম, হাদীস নং ৭৭২)
দোয়া : سُبْحَانَكَ اللّٰهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللّٰهُمَّ غْفِرْلِيْ
উচ্চারণ : সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি।
অর্থ : হে আমাদের রব, আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ! আপনি আমাকে মাফ করে দিন।
( বুখারী, হাদীস নং ৪২৯৩)
দোয়া : اَللّٰهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ
উচ্চারণ : “আল্লা-হুম্মাগফিরলি, ওয়ার-হামনি, ওয়াহ-দিনি, ওয়া আফিনি, ওয়ার-যুকনি।
অর্থ : হে আল্লাহ! আপনি আমাকে মাফ করুন, আমার উপর রহমত বর্ষণ করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে সঠিক পথে পরিচালিত করুর এবং আমাকে রিযিক দান করুন।
(মুসলিম, হাদীস নং ২৬৯৭)
দোয়া : اَلتَّحِيَّاتُ لِلّٰهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، اَلسَّلَامُ عَلَيْكَ اَ يُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ، اَلسَّلَامُ عَلَيْنَا وَعَلٰى عِبَادِ اللهِ الصَّالِحِيْنَ ، اَشْهَدُ اَنْ لَّااِلٰهَ اِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدً
উচ্চারণ : আত্তা-হিয়্যাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, ওয়াত তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়্যুহান-নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবা দিল্লা হিস-সলিহীন। আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশ-হাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া
অর্থ : আমাদের সকল সালাম শ্রদ্ধা, আমাদের সকল নামায এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর জন্যই। হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত হউক। আমাদের এবং আল্লাহর সকল নেক বান্দাদের উপর আল্লাহর রহমত এবং অনুগ্রহ বর্ষিত
(মুসলিম, হাদীস নং ৪০২)