দোয়া : رَبَّنَا وَارْزُقْنَا وَأَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ
উচ্চারণ : রাব্বানা অরযুক-না ওয়াআনতা খাইরুর রা-যিক্বীন।
অর্থ : হে আমাদের রব, আমাদেরকে রিযক দান করুন, আপনিই শ্রেষ্ঠ রিযিক দাতা।
(সূরা আল মায়েদাহ, আয়াত -১১)
দোয়া : رَبِّ أَدْخِلْنِيْ مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِيْ مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّيْ مِن لَّدُنْكَ سُلْطَانًا نَّصِيْرًا
উচ্চারণ : রাব্বি আদখিলনি মুদ খালা সিদক্বিও ওয়া আখরিজনী মুখরাজা সিদক্বিও ওয়াজ আলনি মিল্লাদুনকা সুলত্বা নান নাসীরা।
অর্থ : হে আমার রব! আপনি আমাকে সত্যরূপে প্রবেশ করান এবং আমাকে বের করুন সত্যরূপে। আমাকে আপনার কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য দান করুন।
(সূরা বনি ইসাইল, আয়াত- আয়াত ৮০)
দোয়া : بَارِكْ لِيْ فِيْمَا رَزَقْتَنِيْ اَللّٰهُمَّ
উচ্চারণ : আল্লাহুম্ম বারিক লি ফিমা রাজাকতানি।
অর্থ : হে আল্লাহ, আপনি আমাকে যে জীবিকা দান করেছেন, তাতে বরকত দান করুন।
( তিরমিযী, হাদীস নং ৩৫০০)
দোয়া : َللّٰهُمَّ اكْفِنِيْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ : আল্লাহুম্মাক ফিনি বিহালালিকা ’আন হারা-মিকা ওয়াগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক।
অর্থ : হে আল্লাহ! আপনার হালালের মাধ্যমে আমাকে আপনার হারাম থেকে দূরে রাখুন এবং আপনার দয়ায়। আপনি ছাড়া অন্য কারো মুখাপেক্ষি হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল করুন।
(ইবন মাজাহ, হাদীস নং ২৪২৪ )
দোয়া : رَبِّ اِنِّيْ لِمَا أَنزَلْتَ اِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيْرٌ
উচ্চারণ : রাব্বি ইন্নি লিমা-আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।
অর্থ : হে আল্লাহ আপনি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবেন আমি তার মুখাপেক্ষী।
(সুরা আল-কাসাস, আয়াত- ২৪)
দোয়া : يَا نَارُ كُوْنِيْ بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيْمَ
উচ্চারণ : ইয়া না-রু কু-নি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম
অর্থ : হে আগুন! তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।
(সুরা আম্বিয়া, আয়াত-৬৯)
দোয়া : يَا نَارُ كُوْنِيْ بَرْدًا وَسَلَامًا عَلَىٰ إِبْرَاهِيْمَ
উচ্চারণ : ইয়া না-রু কু-নি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম
অর্থ : হে আগুন! তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও।
(সুরা আম্বিয়া, আয়াত-৬৯)
দোয়া : اَلَّذِيْنَ إِذَا أَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ قَالُوْا إِنَّا لِلّٰهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعُوْنَ
উচ্চারণ : আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবাহ কালু ইন্নালিল্লাহি ওয়াইন্না-ইলাহি রাজিউন
অর্থ : আর তাদের উপর কোনো বিপদ এলে তারা বলে, আমরা তো আল্লাহরই আর নিশ্চিতভাবে আমরা তার দিকেই ফিরে যাবো।
(সূরা বাকারা, আয়াত-১৫৬ )