দোয়া : بِسْمِ اللهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِهٖ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
উচ্চারণ : রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে। বিসমিল্লাহিল লাজি লা ইয়াদুররু মাআস মিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস সামিই ওয়াহুয়াস সামিয়ুল আলিম।
অর্থ : আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী।
(আবু দাউদ, হাদীস নং ৫০৮৮)
দোয়া : سُبْحَانَ الَّذِيْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلاَئِكَةُ مِنْ خِيْفَتِهٖ
উচ্চারণ : সুবহা-নাল্লাযি ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি।
অর্থ : পবিত্র-মহান সেই সত্তা, রাদ ফেরেশতা যাঁর মহিমা ও পবিত্রতা ঘোষণা করে প্রশংসার সাথে, আর ফেরেশতাগণও তা-ই করে যাঁর ভয়ে।
( মুওয়াত্তা ইমাম মালেক, হাদীস নং ৯৯২)
দোয়া : اَللّٰهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيْثًا مَرِيْئًا مَرِيْعًا، نَافِعًا غَيْرَ ضَارٍّ، عَاجِلًا غَيْرَ اٰجِلٍ
উচ্চারণ : আল্লা-হুম্মা আসক্বিনা গাইসান মুগীসান মারিয়ান মারিআন, না-ফিআন গাইরা দ্বাররিন ‘আ-জিলান গাইরা আ-জিলিন।
অর্থ : হে আল্লাহ! আমাদেরকে এমন বৃষ্টির পানি দান করুন যা সাহায্যকারী, সুপেয়, উর্বরকারী; কল্যাণকর, ক্ষতিকর নয়; শীঘ্রই বিলম্বে নয়।
( আবু দাউদ, হাদীস নং ৩০৩ )
দোয়া : اَللّٰهُمَّ صَيِّبًا هَنِيْئًا
উচ্চারণ : আল্লা-হুম্মা সায়্যিবান হানিআন।
অর্থ : হে আল্লাহ! বরকতপূর্ণ ও সুমিষ্ট পানি দান করুন।
( আবু দাউদ, হাদীস নং ৫০৯৯ )
দোয়া : مُطِرْنَا بِفَضْلِ اللّٰهِ وَرَحْمَتِهٖ
উচ্চারণ : মুতিরনা বিফাদলিল্লা-হি ওয়া রহমাতি-হি।
অর্থ : “আল্লাহর অনুগ্রহ ও দয়ায় আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে।
( বুখারী, হাদীস নং ৮৪৬, )
দোয়া : اَللّٰهُمَّ اَ عِنِّيْ عَلٰى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِ
উচ্চারণ : আল্লাহুম্মা আ-ইন্নি আলা জিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিকা।
অর্থ : হে আল্লাহ! আপনার জিকির করতে, আপনার শোকরিয়া আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।
(আবু দাউদ, হাদীস নং ১৫২২)