দোয়া : اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ، وَارْحَمْنِيْ، وَأَلْحِقْنِيْ بِالرَّفِيْقِ الْأَعْلٰى

উচ্চারণ : আল্লা-হুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়া আলহিক্বনী বির রফীক্বিল আ‘লা

অর্থ : হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন এবং আমাকে সর্বোচ্চ বন্ধুর সঙ্গ পাইয়ে দিন।

( বুখারী, হাদীস নং ৪৪৩৫)

দোয়া : رَبِّ اَ نِّىۡ مَسَّنِىَ الضُّرُّ وَاَنۡتَ اَرۡحَمُ الرّٰحِمِيۡنَ

উচ্চারণ : রাব্বি আন্নি মাস-সানিয়াদ্ব-দুররু ওয়াআন্তা আরহামুর-রাহিমিন।

অর্থ : হে আল্লাহ! আমি দুখ-কষ্টে পতিত হয়েছি। আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু ।

( সূরা আল আম্বিয়া, আয়াত -৮৩ )

দোয়া : َسْأَلُ اللهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أَنْ يَشْفِيْكَ

উচ্চারণ : আসআলুল্লা-হাল আযীম রব্বাল আরশিল আযীম আই ইয়াশফিকা।

অর্থ : আমি মহান আল্লাহর কাছে চাচ্ছি, যিনি মহান আরশের রব, তিনি যেন আপনাকে রোগমুক্ত করেন।

(তিরমিযী, হাদীস নং ২০৮৩)

দোয়া : اَللّٰهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ، اِشْفِهٖ وَاَنْتَ الشَّافِيْ،لَاشِفَاءَ اِلَّا شِفَاؤُكَ، شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ : আল্লাহুম্মা রাব্বান-নাসি আজহিবিল বাসা, ইশফিহি ওয়া-আনতাশ-শাফি, লা শিফায়া ইল্লা-শিফাউকা, শিফাআন লা ইউগাদিরু সাকামান।

অর্থ : হে আল্লাহ! আমাদের রব, আমাদের কষ্ট দূর করুন। আমাকে আরোগ্য দান করুন, আপনি আরোগ্যকারী। আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ অবশিষ্ট না থাকে।

( বুখারী, হাদীস নং ৫৭৪৩)

দোয়া : أَعُوْذُ بِعِزَّةِ اللّٰهِ وَقُدْرَتِهٖ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ : আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু

অর্থ : আমি আল্লাহ ও তাঁর কুদরতের কাছে আশ্রয় নিচ্ছি আমি যা অনুভব করছি এবং ভয় করছি তার অকল্যাণ থেকে।

(ইবনে মাজাহ , হাদীস নং ৩৫২২)

দোয়া : لاَ بَأْسَ طَهُوْرٌ إِنْ شَاءَ اللهُ

উচ্চারণ : লা বা’সা তাহুরুন ইন-শা-আল্লাহ

অর্থ : ভয় নেই! আল্লাহর মেহেরবানীতে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ

(বুখারী, হাদীস নং ৫৬৬২)

দোয়া : اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ بَدَنِيْ، اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ سَمْعِيْ، اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ بَصَرِيْ،

উচ্চারণ : আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সাময়ি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি।

অর্থ : হে আল্লাহ! আপনি আমার দেহ সুস্থ রাখুন ও নিরাপত্তা দান করুন। হে আল্লাহ! আমার শ্রবণে সুস্থতা ও নিরাপত্তা দান করুন। হে আল্লাহ! আমার দৃষ্টিতে সুস্থতা ও নিরাপত্তা দান করুন।

(আবু দাউদ, হাদীস নং ৫০৯০)

দোয়া : اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَ الْجُنُوْنِ وَ الْجُذَامِ وَمِنْ سَىِّءِ الْاَسْقَامِ

উচ্চারণ : আল্লহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন ছাইয়্যিইল আসক্বম

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ধবল ও কুষ্ঠরোগ এবং সর্বপ্রকার দুরা রোগ জটিল ব্যাধি থেকে।

(আবু দাউদ, হাদীস নং ১৫৫৪)

দোয়া : اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

উচ্চারণ : আউযু বিকালিমা তিল্লাহিত-তাম্মাতি ওয়া মিন কুল্লি শাইত্বা নিন ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনীন লাম্মাতিন।

অর্থ : সকল শয়তান, কীটপতঙ্গ ও বদ নযর হতে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহের মাধ্যমে আশ্রয় চাচ্ছি।

(বুখারী, হাদীস নং ৩৩৭১)

দোয়া : بِسْمِ اللّٰهِ الْكَبِيْرِ اَعُوْذُ بِاللّٰهِ الْعَظِيْمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَّعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

উচ্চারণ : বিসমিল্লাহিল কাবীরি আ‘উযুবিল্লা হিল ‘আযীমি মিন শাররি কুল্লি ‘ইরক্বিন না‘আ রিন ওয়া মিন শাররি হার রিন্নার।

অর্থ : - মহান আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি প্রত্যেক উত্তেজিত ধমনীর অনিষ্ট হতে এবং দোযখের উত্তাপের অনিষ্ট হতে।

(তিরমিযী, হাদীস নং ২০)

দোয়া : رَبِّ زِدۡنِىۡ عِلۡمًا

উচ্চারণ : রাব্বি যিদনী ইলমা

অর্থ : হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন ।

( সূরা ত্বাহা, আয়াত- ১১৪ )

দোয়া : اَللّٰهُمَّ فَقِّهْهُ فِي الدِّيْنِ

উচ্চারণ : আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ দ্বিন।

অর্থ : হে আল্লাহ! আপনি তাকে দ্বিনের জ্ঞান দান করুন।

(বুখারী, হাদীস নং ১৪৩)