দোয়া : قَدَرُاللهِ وَمَا شَاءَ فَعَلَ

উচ্চারণ : কাদারুল্লা-হি, ওয়ামা শা-আ ফাআলা

অর্থ : এটি আল্লাহ্‌র ফয়সালা, আর তিনি যা ইচ্ছা করেছেন।

(মুসলিম, হাদীস নং ২৬৬৪)

দোয়া : اِنَّا نَسْئَلُكَ بِعَهْدِ نُوْحٍ وَبِعَهْدِ سُلَيْمَانَ بْنِ دَاؤٗدَ اَنْ لَّا تُؤْذِيْنَا

উচ্চারণ : ইন্না নাসআলুকা বি‘আহদি নূ হিন ওয়া বি ‘আহদি সুলাই মানাবনি দা উদা আল্লাতু’।

অর্থ : হে সাপ! আমরা নূহ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের অঙ্গীকারের কথা তোমাকে স্মরণ করে দিচ্ছি। তোমরা আমাদের কোন ক্ষতি করিও না।

(তিরমিযী, হাদীস নং-১৪৮৯, ১৪৮৫)

দোয়া : اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ عَافَانِيْ مِمَّا ابْتَلاَكَ بِهٖ، وَفَضَّلَنِيْ عَلٰى كَثِيْرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيْلاً

উচ্চারণ : আলহামদু লিল্লা-হিল্লাযি ‘আ-ফানি মিম্মাবতালা-কা বিহি, ওয়া ফাদ্দালানি ‘আলা কাসিরিম মিম্মান খালাক্বা তাফদ্বিলা।

অর্থ : সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আপনাকে যে পরীক্ষায় ফেলেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার সৃষ্টির অনেকের উপরে আমাকে অধিক সম্মানিত করেছেন।

(তিরমিযী, হাদীস নং ৩৪৩২)

দোয়া : اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُبِكَ مِنْ جَهْدِالْبَلَاءِ وَدَرْكِ الشَّقَاءِ وَسُوْءِ الْقَضَاءِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন জাহদিল বালা-য়ে ওয়া দারকিশ শাক্বা-য়ে ওয়া সুইল ক্বদায়ি।

অর্থ : হে আল্লাহ, অবশ্যই আমি আপনার কাছে কঠিন দুরাবস্থা, দুর্ভাগ্যের নাগাল, মন্দভাগ্য থেকে আশ্রয় চাচ্ছি।

(বুখারী, হাদীস নং ৬৬১৬)

দোয়া : ‏ اَللَّٰهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِمْ وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাযআলুকা ফি নুহুরিহিম, ওয়া নাউজুবিকা মিন শুরুরিহিম।

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদেরকে শত্রুর অনিষ্ট থেকে হেফাজত করুন, এবং আপনিই তাদের দমন করুন।

(আবু দাউদ, হাদীস নং ১৫৩৭)

উচ্চারণ : রাব্বি আন্নি মাস সানিয়াদ দুররু ওয়াআন্তা আরহামুর-রাহিমিন।

অর্থ : হে আমার রব! আমি দুখ কষ্টে পতিত হয়েছি এবং আপনিই সব থেকে শ্রেষ্ট দয়ালু।

(সূরা আম্বিয়া, আয়াত - ৮৩)

দোয়া : اَللّٰهُمَّ إِنْ كُنْتُ اٰمَنْتُ بِكَ وَبِرَسُوْلِكَ فَلاَ تُسَلِّطْ عَلَىَّ الْكَافِرَ‏

উচ্চারণ : আল্লাহু্ম্মা ইন কুনতু আমানতু বিকা, ওয়া বিরাসূলিকা, ফালা তুসাল্লত্ব আলাইয়্যাল কাফির।

অর্থ : হে আল্লাহ! আমি যদি আপনার উপর ও আপনার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে থাকি, তাহলে এই কাফিরকে আমার উপর চাপিয়ে দিবেন না।

( বুখারী, হাদীস নং ৬৯৫০ )

দোয়া : حَسْبُنَا اللهُ وَنِعْمَ الْوَكِيْلِ نِعْمَ الْمَوْلٰى وَ نِعْمَ النَّصِيْرِ

উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল; নিমাল মাওলা ওয়া নিমান নাছির।

অর্থ : আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কাজ সম্পাদনকারী। আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী।

(সূরা আল ইমরান, আয়াত-১৭৩)

দোয়া :  لَا اِلٰهَ اِلَّا اَنْتَ سُبْحَانَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ

উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জ্বলিমিন।

অর্থ : হে আল্লাহ! আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই; আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি জালিমদের অন্তর্ভুক্ত।

(সূরা আম্বিয়া, আয়াত-৮৭)

দোয়া : اَلَاۤ اِنَّ اَوۡلِیَآءَ اللّٰهِ لَا خَوۡفٌ عَلَیۡهِمۡ وَ لَا هُمۡ یَحۡزَنُوۡنَ

উচ্চারণ : আলা ইন্না আওলিয়া আল্লাহি লা খাওফুন আলাইহিম ওলা-হুম ইয়াহ জানুন।

অর্থ : জেনে রাখ, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, আর তাঁরা পেরেশানও হবেন না।

(সূরা ইউনুস, আয়াত-৬২)

দোয়া : اَللّٰهُمَّ أَنْتَ عَضُدِيْ، وَأَنْتَ نَصِيْرِيْ

উচ্চারণ : আল্লহুম্মা আনতা আদ্বুদী ওয়া আনতা নাসিরি।

অর্থ : হে আল্লাহ! আপনি আমার শক্তি এবং আপনি আমার সাহায্যকারী।

(আবু দাউদ, হাদীস নং ১৫)

দোয়া : مِنْ ضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নি আউযু বিকা মিন দ্বালা য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-ল)।

অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।

(বুখারী, হাদীস নং ২৮৯৩(