দোয়া : اَللّٰهُمَّ اَنْتَ السَّلَامُ وَ مِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ والْإِكْرَامِ
উচ্চারণ : আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া-যাল যালালে ওয়াল ইকরাম।
অর্থ : হে আল্লাহ! আপনিই শান্তি, আপনার পক্ষ থেকেই শান্তি হে সুমহান আল্লাহ।
(মুসলিম, হাদীস নং ৫৯২)
দোয়া : اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْعَجَزِ وَالْكَسَلِ، وَأَعُوْذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, ওয়া আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের রোষানল থেকে।
(আবু দাউদ, হাদীস নং ১৫৫৫)
দোয়া : رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنۡیَا حَسَنَۃً وَّ فِی الۡاٰخِرَۃِ حَسَنَۃً وَّ قِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ : রাব্বানা আ-তিনা ফিদ দুনইয়া হাসানাত্বাও-ওয়া ফিল আ-খিরাতি হাসানাত্বাও ওয়া ক্বিনা আজা-বান নার।
অর্থ : হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন।
(সূরা বাকারা, আয়াত-২০১)
দোয়া : اَعُوْذُ بِكَلِمَا تِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهٖ، وَ عِقَابِهٖ، وَشَرِّعِبَادِهٖ، وَمِنْ هَمَزَا تِ الشَّيَاطِيْنِ وَاَنْ يَّحْضُرُوْنَ
উচ্চারণ : আউযু বিকালিমা-তিল্লাহিত্তা-ম্মাতি মিন গাদ্বাবিহি, ওয়া ইক্বা-বিহি, ওয়া শাররি ইবা-দিহি, ওয়ামিন হামাযা-তিশশায়া-ত্বীনি ওয়া আই-ইয়াহদুরূন।
অর্থ : আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ কালামসমূহের উসিলায় তাঁর ক্রোধ থেকে, তাঁর শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে।
(তিরমিযী, হাদীস নং ৩৫২৮।)
(ক) তার বাম দিকে হাল্কা থুথু ফেলবে। (৩ বার) (খ) শয়তান থেকে এবং যা দেখেছে তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে প্রার্থনা করবে। (৩ বার) (গ) কাউকে এ ব্যাপারে কিছু বলবে না। (ঘ) অতপর যে পার্শ্বে সে ঘুমিয়েছিল তা পরিবর্তন করবে। (ঙ) যদি ইচ্ছা করে তবে উঠে সা
(মুসলিম, হাদীস নং ২২৬১ )
দোয়া : ياَ هَادِيَ الضَّالِّ، وَرَادَّ الضَّالَّةِ اُرْدُدْ عَلَيَّ ضَالَّتِيْ بِعِزَّتِكَ وَسُلْطَانِكَ فَإِنَّهَا مِنْ عَطَائِكَ وَفَضْلِكَ
উচ্চারণ : ইয়া হাদিয়াদ দালাল, ওয়া রাদ্দাদ দাল্লাত; উরদুদ আলাইয়া দাল্লাতি, বিইজ্জাতিক ওয়া সুলতানিকা; ফাইন্নাহা মিন আতায়িকা ও ফাদলিক।
অর্থ : হে হারানো জিনিসের সন্ধানদাতা, হারানো বস্তু খুঁজে দেয়ার মালিক; আপনার সম্মান ও ক্ষমতার উসিলা দিয়ে প্রার্থনা করছি, আপনি আমাকে আমার হারানো জিনিসটি ফিরিয়ে দিন।
(বাইহাকি, মুসান্নাফে ইবনে আবি শায়বা ও তাবারানি, পৃষ্ঠা -১৯১)
দোয়া : رَبِّ ارْحَـمْـهُـمَـا كَـمَـا رَبَّيَانِيْ صَـغِـيْـرًا
উচ্চারণ : রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা
অর্থ : হে আমাদের রব! সম্মানীত পিতা-মাতার প্রতি রহম করুন । যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছিলেন।
(সূরা বানী ইসরাঈল, আয়াত -২৪)
দোয়া : رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ
উচ্চারণ : রাব্বি হাবলি মিনাস সলিহিন।
অর্থ : হে আমার রব! আমাকে সৎ কর্মপরায়ন সন্তান দান করুন।
(সুরা সাফফাত, আয়াত- ১০০)
দোয়া : رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا
উচ্চারণ : রব্বানা-হাবলানা-মিন আয্ওয়া-জ্বিনা-ওয়া যুররিইয়্যা-তিনা-কুররতা আ’ইয়ুনিঁও ওয়া জ‘আল্না-লিল মুত্তাকী-না ইমা-মা।
অর্থ : হে আমাদের রব! আপনি আমাদের এমন স্ত্রী ও সন্তান দান করুন। যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে (পুরুষদেরকে) মুত্তাকি লোকদের নেতা বানিয়ে দিন।
(সূরা ফুরক্বান, আয়াত -৭৪)
দোয়া : أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উচ্চারণ : আ‘উযু বিকালিমা তিল্লাহিত-তা ম্মাহ ওয়া মিন কুল্লি শাইত্বা নিন ওয়া হা -ম্মাহ ওয়া মিন কুল্লি ‘আইনীন লাম্মাহ।
অর্থ : সকল শয়তান, কীটপতঙ্গ ও বদ নজর হতে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহের মাধ্যমে আশ্রয় চাচ্ছি।
( বুখারী, হাদীস নং ১২৩৩ )