দোয়া : سُبۡحٰنَ الَّذِيْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّالَهٗ مُقۡرِنِيْنَ
উচ্চারণ : সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা ওয়া মা কুন্না লাহু মুক্বরিনিন।
অর্থ : পবিত্র সেই মহান সত্তা! যিনি এগুলোকে (সব যানবাহন) আমাদের অধীন করে দিয়েছেন। অথচ আমরা এগুলোকে অধীন করতে সক্ষম ছিলাম না।
(সুরা যুখরুফ, আয়াত -১৩)
দোয়া : بِسْمِ اللهِ مَجْرٖهَا وَمُرْسَاهَا. اِنَّ رَبِّـيْ لَغَفُوْرٌ رَّحِيْمٌ
উচ্চারণ : বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসা হা ইন্না রব্বী লা গফূরুর রহীম।
অর্থ : আল্লাহ তাআলার নামেই এর চলু হওয়া এবং থেমে যাওয়া। নিশ্চয় আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল, অতিশয় দয়ালু।
(সূরা হুদ, আয়াত-৪১)
দোয়া : بِسْمِ اللهِ مَجْرٖهَا وَمُرْسَاهَا. اِنَّ رَبِّـيْ لَغَفُوْرٌ رَّحِيْمٌ
উচ্চারণ : বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসা হা ইন্না রব্বী লা গফূরুর রহীম।
অর্থ : আল্লাহ তাআলার নামেই এর চলু হওয়া এবং থেমে যাওয়া। নিশ্চয় আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল, অতিশয় দয়ালু।
(সূরা হুদ, আয়াত-৪১)
দোয়া : اَللّٰهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِيْ سَفَرِنَا هٰذَا الْبِرَّ وَالتَّقْوٰى
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হা-যাল বিররা ওয়াত্তাক্বওয়া।
অর্থ : হে আল্লাহ! আমাদের এ সফরকে সহজ করে দিন, বরকত দিন, তাকওয়া দিন।
(মুসলিম, হাদীস নং ১৪১,১৩৪২)
দোয়া : اَللّٰهُمَّ بَارِكْ لَنَافِيْهَا
উচ্চারণ : আল্লাহুম্মা বারিক লানা ফি হা।
অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের কে এই এলাকার বরকত দান করুন।
(ত্ববরানী আউসাত, হাদীস নং ৪৭৫৫ )
দোয়া : رَّبِّ اَدۡخِلۡنِیۡ مُدۡخَلَ صِدۡقٍ وَّ اَخۡرِجۡنِیۡ مُخۡرَجَ صِدۡقٍ وَّ اجۡعَلۡ لِّیۡ مِنۡ لَّدُنۡکَ سُلۡطٰنًا نَّصِیۡرًا
উচ্চারণ : রাব্বি আদখিলনী মুদ খালা সিদক্বিও ওয়া আখরিজনী মুখরাজা সিদক্বিও ওয়াজ আলনী মিল্লাদুনকা ছুলতা-নান নাসীরা।
অর্থ : হে আমার রব, আমাকে প্রবেশ করাও উত্তমভাবে এবং বের কর উত্তমভাবে । আর তোমার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী শক্তি দান কর’।
(সূরা বানী ইসরাঈল, আয়াত-৮০)