87

আল আ'লা

আয়াত সংখ্যা 19

0.00

1:05

سَبِّحِ اسۡمَ رَبِّکَ الۡاَعۡلَی ۙ﴿۱﴾

তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ কর,


الَّذِیۡ خَلَقَ فَسَوّٰی ۪ۙ﴿۲﴾

যিনি সৃষ্টি করেন। অতঃপর সুসম করেন।


وَ الَّذِیۡ قَدَّرَ فَہَدٰی ۪ۙ﴿۳﴾

আর যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ দেন।


وَ الَّذِیۡۤ اَخۡرَجَ الۡمَرۡعٰی ۪ۙ﴿۴﴾

আর যিনি তৃণ-লতা বের করেন।


فَجَعَلَہٗ غُثَآءً اَحۡوٰی ؕ﴿۵﴾

তারপর তা কালো খড়-কুটায় পরিণত করেন।


سَنُقۡرِئُکَ فَلَا تَنۡسٰۤی ۙ﴿۶﴾

আমি তোমাকে পড়িয়ে দেব অতঃপর তুমি ভুলবে না।


اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ اِنَّہٗ یَعۡلَمُ الۡجَہۡرَ وَ مَا یَخۡفٰی ؕ﴿۷﴾

আল্লাহ যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে।


وَ نُیَسِّرُکَ لِلۡیُسۡرٰی ۚ﴿ۖ۸﴾

আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব।


فَذَکِّرۡ اِنۡ نَّفَعَتِ الذِّکۡرٰی ؕ﴿۹﴾

অতঃপর উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসু হয়।


سَیَذَّکَّرُ مَنۡ یَّخۡشٰی ﴿ۙ۱۰﴾

সে-ই উপদেশ গ্রহণ করে, যে ভয় করে ।


وَ یَتَجَنَّبُہَا الۡاَشۡقَی ﴿ۙ۱۱﴾

আর হতভাগাই তা এড়িয়ে যায়।


الَّذِیۡ یَصۡلَی النَّارَ الۡکُبۡرٰی ﴿ۚ۱۲﴾

যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।


ثُمَّ لَا یَمُوۡتُ فِیۡہَا وَ لَا یَحۡیٰی ﴿ؕ۱۳﴾

তারপর সে সেখানে মরবেও না এবং বাঁচবেও না।


قَدۡ اَفۡلَحَ مَنۡ تَزَکّٰی ﴿ۙ۱۴﴾

অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে,


وَ ذَکَرَ اسۡمَ رَبِّہٖ فَصَلّٰی ﴿ؕ۱۵﴾

আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর সালাত আদায় করবে।


بَلۡ تُؤۡثِرُوۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا ﴿۫ۖ۱۶﴾

বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ।


وَ الۡاٰخِرَۃُ خَیۡرٌ وَّ اَبۡقٰی ﴿ؕ۱۷﴾

অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী।


اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الۡاُوۡلٰی ﴿ۙ۱۸﴾

নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে।


صُحُفِ اِبۡرٰهِیۡمَ وَ مُوۡسٰی ﴿٪۱۹﴾

ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।