93

আদ-দুহা

আয়াত সংখ্যা 11

0.00

0:40

وَ الضُّحٰی ۙ﴿۱﴾

কসম পূর্বা‎‎হ্নের,


وَ الَّیۡلِ اِذَا سَجٰی ۙ﴿۲﴾

কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়।


مَا وَدَّعَکَ رَبُّکَ وَ مَا قَلٰی ؕ﴿۳﴾

তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।


وَ لَلۡاٰخِرَۃُ خَیۡرٌ لَّکَ مِنَ الۡاُوۡلٰی ؕ﴿۴﴾

আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।


وَ لَسَوۡفَ یُعۡطِیۡکَ رَبُّکَ فَتَرۡضٰی ؕ﴿۵﴾

আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।


اَلَمۡ یَجِدۡکَ یَتِیۡمًا فَاٰوٰی ۪﴿۶﴾

তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।


وَ وَجَدَکَ ضَآلًّا فَہَدٰی ۪﴿۷﴾

আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন।


وَ وَجَدَکَ عَآئِلًا فَاَغۡنٰی ؕ﴿۸﴾

তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব। অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন।


فَاَمَّا الۡیَتِیۡمَ فَلَا تَقۡہَرۡ ؕ﴿۹﴾

সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।


وَ اَمَّا السَّآئِلَ فَلَا تَنۡہَرۡ ﴿ؕ۱۰﴾

আর ভিক্ষুককে তুমি ধমক দিওনা।


وَ اَمَّا بِنِعۡمَۃِ رَبِّکَ فَحَدِّثۡ ﴿٪۱۱﴾

আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা কর।