99

আল যিলযাল

আয়াত সংখ্যা 8

0.00

0:39

اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَہَا ۙ﴿۱﴾

যখন প্রচন্ড কম্পনে যমীন প্রকম্পিত হবে।


وَ اَخۡرَجَتِ الۡاَرۡضُ اَثۡقَالَہَا ۙ﴿۲﴾

আর যমীন তার বোঝা বের করে দেবে,


وَ قَالَ الۡاِنۡسَانُ مَا لَہَا ۚ﴿۳﴾

আর মানুষ বলবে, ‘এর কী হল?’


یَوۡمَئِذٍ تُحَدِّثُ اَخۡبَارَهَا ۙ﴿۴﴾

সেদিন যমীন তার বৃত্তান্ত বর্ণনা করবে,


بِاَنَّ رَبَّکَ اَوۡحٰی لَہَا ؕ﴿۵﴾

যেহেতু তোমার রব তাকে নির্দেশ দিয়েছেন।


یَوۡمَئِذٍ یَّصۡدُرُ النَّاسُ اَشۡتَاتًا ۬ۙ لِّیُرَوۡا اَعۡمَالَہُمۡ ؕ﴿۶﴾

সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজদের কৃতকর্ম।


فَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ خَیۡرًا یَّرَہٗ ؕ﴿۷﴾

অতএব, কেউ অণু পরিমাণ ভালকাজ করলে তা সে দেখবে,


وَ مَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ شَرًّا یَّرَہٗ ٪﴿۸﴾

আর কেউ অণু পরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে।