104

আল হুমাযাহ

আয়াত সংখ্যা 9

0.00

0:35

وَیۡلٌ لِّکُلِّ ہُمَزَۃٍ لُّمَزَۃِۣ ۙ﴿۱﴾

দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে,


الَّذِیۡ جَمَعَ مَالًا وَّ عَدَّدَہٗ ۙ﴿۲﴾

যে অর্থ জমায় ও উহা বারবার গণনা করে;


یَحۡسَبُ اَنَّ مَالَہٗۤ اَخۡلَدَہٗ ۚ﴿۳﴾

সে ধারণা করে যে, তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখিবে;


کَلَّا لَیُنۡۢبَذَنَّ فِی الۡحُطَمَۃِ ۫﴿ۖ۴﴾

কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায়;


وَ مَاۤ اَدۡرٰىکَ مَا الۡحُطَمَۃُ ؕ﴿۵﴾

তুমি কি জান হুতামা কী ?


نَارُ اللّٰہِ الۡمُوۡقَدَۃُ ۙ﴿۶﴾

ইহা আল্লাহ্‌র প্রজ্বলিত হুতাশন,


الَّتِیۡ تَطَّلِعُ عَلَی الۡاَفۡـِٕدَۃِ ؕ﴿۷﴾

যাহা হৃদয়কে গ্রাস করিবে;


اِنَّہَا عَلَیۡہِمۡ مُّؤۡصَدَۃٌ ۙ﴿۸﴾

নিশ্চয়ই ইহা উহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিবে


فِیۡ عَمَدٍ مُّمَدَّدَۃٍ ٪﴿۹﴾

দীর্ঘায়িত স্তম্ভসমূহে।