111

আল লাহাব

আয়াত সংখ্যা 5

0.00

0:24

تَبَّتۡ یَدَاۤ اَبِیۡ لَہَبٍ وَّ تَبَّ ؕ﴿۱﴾

ধ্বংস হউক, আবূ লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হউক সে নিজেও।


مَاۤ اَغۡنٰی عَنۡہُ مَالُہٗ وَ مَا کَسَبَ ؕ﴿۲﴾

উহার ধন-সম্পদ ও উহার উপার্জন উহার কোন কাজে আসে নাই।


سَیَصۡلٰی نَارًا ذَاتَ لَہَبٍ ۚ﴿ۖ۳﴾

অচিরে সে প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে


وَّ امۡرَاَتُہٗ ؕ حَمَّالَۃَ الۡحَطَبِ ۚ﴿۴﴾

এবং তাহার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,


فِیۡ جِیۡدِہَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ ٪﴿۵﴾

তাহার গলদেশে পাকান রজ্জু।