94

আল ইনশিরাহ

আয়াত সংখ্যা 8

0.00

0:25

اَلَمۡ نَشۡرَحۡ لَکَ صَدۡرَکَ ۙ﴿۱﴾

আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করিয়া দেই নাই ?


وَ وَضَعۡنَا عَنۡکَ وِزۡرَکَ ۙ﴿۲﴾

আমি অপসারণ করিয়াছি তোমার ভার,


الَّذِیۡۤ اَنۡقَضَ ظَہۡرَکَ ۙ﴿۳﴾

যাহা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক,


وَ رَفَعۡنَا لَکَ ذِکۡرَکَ ؕ﴿۴﴾

এবং আমি তোমার খ্যাতিকে উচ্চমর্যাদা দান করিয়াছি।


فَاِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ۙ﴿۵﴾

কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে,


اِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا ؕ﴿۶﴾

অবশ্য কষ্টের সঙ্গেই স্বস্তি আছে।


فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡ ۙ﴿۷﴾

অতএব তুমি যখনই অবসর পাও একান্তে ‘ইবাদত করিও।


وَ اِلٰی رَبِّکَ فَارۡغَبۡ ٪﴿۸﴾

এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করিও