96

আল আলাক্ব

আয়াত সংখ্যা 19

0.00

0:59

اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّکَ الَّذِیۡ خَلَقَ ۚ﴿۱﴾

পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।


خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ عَلَقٍ ۚ﴿۲﴾

তিনি সৃষ্টি করেছেন মানুষকে 'আলাক' থেকে।


اِقۡرَاۡ وَ رَبُّکَ الۡاَکۡرَمُ ۙ﴿۳﴾

পড়, আর তোমার রব মহামহিম।


الَّذِیۡ عَلَّمَ بِالۡقَلَمِ ۙ﴿۴﴾

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।


عَلَّمَ الۡاِنۡسَانَ مَا لَمۡ یَعۡلَمۡ ؕ﴿۵﴾

তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।


کَلَّاۤ اِنَّ الۡاِنۡسَانَ لَیَطۡغٰۤی ۙ﴿۶﴾

কখনো নয়, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে থাকে।


اَنۡ رَّاٰہُ اسۡتَغۡنٰی ﴿ؕ۷﴾

কেননা সে নিজকে মনে করে স্বয়ংসম্পূর্ণ।


اِنَّ اِلٰی رَبِّکَ الرُّجۡعٰی ؕ﴿۸﴾

নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন।


اَرَءَیۡتَ الَّذِیۡ یَنۡہٰی ۙ﴿۹﴾

তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করে।


عَبۡدًا اِذَا صَلّٰی ﴿ؕ۱۰﴾

এক বান্দাকে, যখন সে সালাত আদায় করে?


اَرَءَیۡتَ اِنۡ کَانَ عَلَی الۡہُدٰۤی ﴿ۙ۱۱﴾

তুমি কি দেখেছ, যদি সে হিদায়াতের উপর থাকে,


اَوۡ اَمَرَ بِالتَّقۡوٰی ﴿ؕ۱۲﴾

অথবা তাকওয়ার নির্দেশ দেয়?


اَرَءَیۡتَ اِنۡ کَذَّبَ وَ تَوَلّٰی ﴿ؕ۱۳﴾

যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?


اَلَمۡ یَعۡلَمۡ بِاَنَّ اللّٰہَ یَرٰی ﴿ؕ۱۴﴾

সে কি জানেনা যে, নিঃসন্দেহে আল্লাহ দেখেন?


کَلَّا لَئِنۡ لَّمۡ یَنۡتَہِ ۬ۙ لَنَسۡفَعًۢا بِالنَّاصِیَۃِ ﴿ۙ۱۵﴾

কখনো নয়, যদি সে বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে- হিঁচড়ে নিয়ে যাব।


نَاصِیَۃٍ کَاذِبَۃٍ خَاطِئَۃٍ ﴿ۚ۱۶﴾

মিথ্যাবাদী, পাপিষ্ঠ কপাল।


فَلۡیَدۡعُ نَادِیَہٗ ﴿ۙ۱۷﴾

অতএব, সে তার সভাসদদের আহবান করুক।


سَنَدۡعُ الزَّبَانِیَۃَ ﴿ۙ۱۸﴾

অচিরেই আমি ডেকে নেব জাহান্নামের প্রহরীদেরকে।


کَلَّا ؕ لَا تُطِعۡہُ وَ اسۡجُدۡ وَ اقۡتَرِبۡ ﴿٪ٛ۱۹﴾

কখনো নয়, তুমি তার আনুগত্য করবে না। আর সিজদা কর এবং নৈকট্য লাভ কর।