100

আল-আদিয়াত

আয়াত সংখ্যা 11

0.00

0:44

وَ الۡعٰدِیٰتِ ضَبۡحًا ۙ﴿۱﴾

কসম ঊর্ধশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির,


فَالۡمُوۡرِیٰتِ قَدۡحًا ۙ﴿۲﴾

অতঃপর যারা ক্ষুরাঘাতে অগ্নি-স্ফূলিঙ্গ ছড়ায়,


فَالۡمُغِیۡرٰتِ صُبۡحًا ۙ﴿۳﴾

অতঃপর যারা প্রত্যুষে হানা দেয়,


فَاَثَرۡنَ بِہٖ نَقۡعًا ۙ﴿۴﴾

অতঃপর সে তা দ্বারা ধুলি উড়ায়,


فَوَسَطۡنَ بِہٖ جَمۡعًا ۙ﴿۵﴾

অতঃপর এর দ্বারা শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে;


اِنَّ الۡاِنۡسَانَ لِرَبِّہٖ لَکَنُوۡدٌ ۚ﴿۶﴾

নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।


وَ اِنَّہٗ عَلٰی ذٰلِکَ لَشَہِیۡدٌ ۚ﴿۷﴾

আর নিশ্চয় সে এর উপর (স্বয়ং) সাক্ষী হয়।


وَ اِنَّہٗ لِحُبِّ الۡخَیۡرِ لَشَدِیۡدٌ ؕ﴿۸﴾

আর নিশ্চয় ধন-সম্পদের লোভে সে প্রবল।


اَفَلَا یَعۡلَمُ اِذَا بُعۡثِرَ مَا فِی الۡقُبُوۡرِ ۙ﴿۹﴾

তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে?


وَ حُصِّلَ مَا فِی الصُّدُوۡرِ ﴿ۙ۱۰﴾

আর অন্তরে যা আছে তা প্রকাশিত হবে।


اِنَّ رَبَّہُمۡ بِہِمۡ یَوۡمَئِذٍ لَّخَبِیۡرٌ ٪﴿۱۱﴾

নিশ্চয় তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।