101

আল ক্বারিয়াহ

আয়াত সংখ্যা 11

0.00

0:38

اَلۡقَارِعَۃُ ۙ﴿۱﴾

মহাপ্রলয়,


مَا الۡقَارِعَۃُ ۚ﴿۲﴾

মহাপ্রলয় কী ?


وَ مَاۤ اَدۡرٰىکَ مَا الۡقَارِعَۃُ ؕ﴿۳﴾

মহাপ্রলয় সম্বন্ধে তুমি কী জান ?


یَوۡمَ یَکُوۡنُ النَّاسُ کَالۡفَرَاشِ الۡمَبۡثُوۡثِ ۙ﴿۴﴾

সেই দিন মানুষ হইবে বিক্ষিপ্ত পতংগের মত


وَ تَکُوۡنُ الۡجِبَالُ کَالۡعِہۡنِ الۡمَنۡفُوۡشِ ؕ﴿۵﴾

এবং পর্বতসমূহ হইবে ধূনিত রংগিন পশমের মত।


فَاَمَّا مَنۡ ثَقُلَتۡ مَوَازِیۡنُہٗ ۙ﴿۶﴾

তখন যাহার পাল্লা ভারী হইবে,


فَہُوَ فِیۡ عِیۡشَۃٍ رَّاضِیَۃٍ ؕ﴿۷﴾

সে তো লাভ করিবে সন্তোষজনক জীবন।


وَ اَمَّا مَنۡ خَفَّتۡ مَوَازِیۡنُہٗ ۙ﴿۸﴾

কিন্তু যাহার পাল্লা হাল্কা হইবে


فَاُمُّہٗ ہَاوِیَۃٌ ؕ﴿۹﴾

তাহার স্থান হইবে ‘হাবিয়া।


وَ مَاۤ اَدۡرٰىکَ مَا ہِیَہۡ ﴿ؕ۱۰﴾

তুমি কি জান উহা কী ?


نَارٌ حَامِیَۃٌ ﴿٪۱۱﴾

উহা অতি উত্তপ্ত অগ্নি।