107

আল মাউন

আয়াত সংখ্যা 7

0.00

0:29

اَرَءَیۡتَ الَّذِیۡ یُکَذِّبُ بِالدِّیۡنِ ؕ﴿۱﴾

তুমি কি দেখিয়াছ তাহাকে, যে দীনকে অস্বীকার করে ?


فَذٰلِکَ الَّذِیۡ یَدُعُّ الۡیَتِیۡمَ ۙ﴿۲﴾

সে তো সে-ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয়


وَ لَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ؕ﴿۳﴾

এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না।


فَوَیۡلٌ لِّلۡمُصَلِّیۡنَ ۙ﴿۴﴾

সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের,


الَّذِیۡنَ ہُمۡ عَنۡ صَلَاتِہِمۡ سَاہُوۡنَ ۙ﴿۵﴾

যাহারা তাহাদের সালাত সম্বন্ধে উদাসীন,


الَّذِیۡنَ ہُمۡ یُرَآءُوۡنَ ۙ﴿۶﴾

যাহারা লোক দেখানোর জন্য উহা করে,


وَ یَمۡنَعُوۡنَ الۡمَاعُوۡنَ ٪﴿۷﴾

এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোট-খাট সাহায্য দানে বিরত থাকে।