84

আল ইন‌শিকাক

আয়াত সংখ্যা 25

0.00

1:37

اِذَا السَّمَآءُ انۡشَقَّتۡ ۙ﴿۱﴾

যখন আকাশ বিদীর্ণ হইবে,


وَ اَذِنَتۡ لِرَبِّہَا وَ حُقَّتۡ ۙ﴿۲﴾

ও তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে এবং ইহাই তাহার করণীয়।


وَ اِذَا الۡاَرۡضُ مُدَّتۡ ۙ﴿۳﴾

এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হইবে।


وَ اَلۡقَتۡ مَا فِیۡہَا وَ تَخَلَّتۡ ۙ﴿۴﴾

ও পৃথিবী তাহার অভ্যন্তরে যাহা আছে তাহা বাহিরে নিক্ষেপ করিবে ও শূন্যগর্ভ হইবে।


وَ اَذِنَتۡ لِرَبِّہَا وَ حُقَّتۡ ؕ﴿۵﴾

এবং তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে, ইহাই তাহার করণীয়; তখন তোমরা পুনরুত্থিত হইবেই।


یٰۤاَیُّہَا الۡاِنۡسَانُ اِنَّکَ کَادِحٌ اِلٰی رَبِّکَ کَدۡحًا فَمُلٰقِیۡہِ ۚ﴿۶﴾

হে মানুষ! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্তকঠোর সাধনা করিয়া থাক, পরে তুমি তাঁহার সাক্ষাৎ লাভ করিবে।


فَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِیَمِیۡنِہٖ ۙ﴿۷﴾

যাহাকে তাহার ‘আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে


فَسَوۡفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیۡرًا ۙ﴿۸﴾

তাহার হিসাব-নিকাশ সহজেই লওয়া হইবে


وَّ یَنۡقَلِبُ اِلٰۤی اَہۡلِہٖ مَسۡرُوۡرًا ؕ﴿۹﴾

এবং সে তাহার স্বজনদের নিকট প্রফুল্লচিত্তে ফিরিয়া যাইবে;


وَ اَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ وَرَآءَ ظَہۡرِہٖ ﴿ۙ۱۰﴾

এবং যাহাকে তাহার ‘আমলনামা তাহার পৃষ্ঠের পশ্চাৎদিক হইতে দেওয়া হইবে


فَسَوۡفَ یَدۡعُوۡا ثُبُوۡرًا ﴿ۙ۱۱﴾

সে অবশ্য তাহার ধ্বংস আহ্বান করিবে;


وَّ یَصۡلٰی سَعِیۡرًا ﴿ؕ۱۲﴾

এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করিবে;


اِنَّہٗ کَانَ فِیۡۤ اَہۡلِہٖ مَسۡرُوۡرًا ﴿ؕ۱۳﴾

সে তো তাহার স্বজনদের মধ্যে আনন্দে ছিল,


اِنَّہٗ ظَنَّ اَنۡ لَّنۡ یَّحُوۡرَ ﴿ۚۛ۱۴﴾

সে তো ভাবিত যে, সে কখনই ফিরিয়া যাইবে না;


بَلٰۤی ۚۛ اِنَّ رَبَّہٗ کَانَ بِہٖ بَصِیۡرًا ﴿ؕ۱۵﴾

নিশ্চয়ই ফিরিয়া যাইবে; তাহার প্রতিপালক তাহার উপর সবিশেষ দৃষ্টি রাখেন।


فَلَاۤ اُقۡسِمُ بِالشَّفَقِ ﴿ۙ۱۶﴾

আমি শপথ করি অস্তরাগের,


وَ الَّیۡلِ وَ مَا وَسَقَ ﴿ۙ۱۷﴾

এবং রাত্রির আর উহা যাহা কিছুর সমাবেশ ঘটায় তাহার,


وَ الۡقَمَرِ اِذَا اتَّسَقَ ﴿ۙ۱۸﴾

এবং শপথ চন্দ্রের, যখন ইহা পূর্ণ হয়;


لَتَرۡکَبُنَّ طَبَقًا عَنۡ طَبَقٍ ﴿ؕ۱۹﴾

নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করিবে।


فَمَا لَہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ ﴿ۙ۲۰﴾

সুতরাং উহাদের কি হইল যে, উহারা ঈমান আনে না


وَ اِذَا قُرِئَ عَلَیۡہِمُ الۡقُرۡاٰنُ لَا یَسۡجُدُوۡنَ ﴿ؕٛ۲۱﴾

এবং উহাদের নিকট কুরআন পাঠ করা হইলে উহারা সিজ্দা করে না?


بَلِ الَّذِیۡنَ کَفَرُوۡا یُکَذِّبُوۡنَ ﴿۫ۖ۲۲﴾

পরন্তু কাফিরগণ উহাকে অস্বীকার করে।


وَ اللّٰہُ اَعۡلَمُ بِمَا یُوۡعُوۡنَ ﴿۫ۖ۲۳﴾

এবং উহারা যাহা পোষণ করে আল্লাহ্ তাহা সবিশেষ অবগত।


فَبَشِّرۡہُمۡ بِعَذَابٍ اَلِیۡمٍ ﴿ۙ۲۴﴾

সুতরাং উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও;


اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ اَجۡرٌ غَیۡرُ مَمۡنُوۡنٍ ﴿٪۲۵﴾

কিন্তু যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার।