92

আল লাইল

আয়াত সংখ্যা 21

0.00

1:04

وَ الَّیۡلِ اِذَا یَغۡشٰی ۙ﴿۱﴾

শপথ রজনীর, যখন সে আচ্ছন্ন করে,


وَ النَّہَارِ اِذَا تَجَلّٰی ۙ﴿۲﴾

শপথ দিবসের, যখন উহা উদ্ভাসিত হয়


وَ مَا خَلَقَ الذَّکَرَ وَ الۡاُنۡثٰۤی ۙ﴿۳﴾

এবং শপথ তাঁহার, যিনি নর ও নারী সৃষ্টি করিয়াছেন-


اِنَّ سَعۡیَکُمۡ لَشَتّٰی ؕ﴿۴﴾

অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির।


فَاَمَّا مَنۡ اَعۡطٰی وَ اتَّقٰی ۙ﴿۵﴾

সুতরাং কেহ দান করিলে, মুত্তাকী হইলে


وَ صَدَّقَ بِالۡحُسۡنٰی ۙ﴿۶﴾

এবং যাহা উত্তম তাহা সত্য বলিয়া গ্রহণ করিলে,


فَسَنُیَسِّرُہٗ لِلۡیُسۡرٰی ؕ﴿۷﴾

আমি তাহার জন্য সুগম করিয়া দিব সহজ পথ।


وَ اَمَّا مَنۡۢ بَخِلَ وَ اسۡتَغۡنٰی ۙ﴿۸﴾

এবং কেহ কার্পণ্য করিলে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করিলে,


وَ کَذَّبَ بِالۡحُسۡنٰی ۙ﴿۹﴾

আর যাহা উত্তম তাহা অস্বীকার করিলে,


فَسَنُیَسِّرُہٗ لِلۡعُسۡرٰی ﴿ؕ۱۰﴾

তাহার জন্য আমি সুগম করিয়া দিব কঠোর পথ।


وَ مَا یُغۡنِیۡ عَنۡہُ مَا لُہٗۤ اِذَا تَرَدّٰی ﴿ؕ۱۱﴾

এবং তাহার সম্পদ তাহার কোন কাজে আসিবে না, যখন সে ধ্বংস হইবে।


اِنَّ عَلَیۡنَا لَلۡہُدٰی ﴿۫ۖ۱۲﴾

আমার কাজ তো কেবল পথনির্দেশ করা,


وَ اِنَّ لَنَا لَلۡاٰخِرَۃَ وَ الۡاُوۡلٰی ﴿۱۳﴾

আমি তো মালিক পরলোকের ও ইহলোকের।


فَاَنۡذَرۡتُکُمۡ نَارًا تَلَظّٰی ﴿ۚ۱۴﴾

আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি।


لَا یَصۡلٰىہَاۤ اِلَّا الۡاَشۡقَی ﴿ۙ۱۵﴾

উহাতে প্রবেশ করিবে সে-ই, যে নিতান্ত হতভাগ্য,


الَّذِیۡ کَذَّبَ وَ تَوَلّٰی ﴿ؕ۱۶﴾

যে অস্বীকার করে ও মুখ ফিরাইয়া নেয়।


وَ سَیُجَنَّبُہَا الۡاَتۡقَی ﴿ۙ۱۷﴾

আর উহা হইতে দূরে রাখা হইবে পরম মুত্তাকীকে,


الَّذِیۡ یُؤۡتِیۡ مَالَہٗ یَتَزَکّٰی ﴿ۚ۱۸﴾

যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য,


وَ مَا لِاَحَدٍ عِنۡدَہٗ مِنۡ نِّعۡمَۃٍ تُجۡزٰۤی ﴿ۙ۱۹﴾

এবং তাহার প্রতি কাহারও অনুগ্রহের প্রতিদানে নয়,


اِلَّا ابۡتِغَآءَ وَجۡہِ رَبِّہِ الۡاَعۡلٰی ﴿ۚ۲۰﴾

কেবল তাহার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায় ;


وَ لَسَوۡفَ یَرۡضٰی ﴿٪۲۱﴾

সে তো অচিরেই সন্তোষ লাভ করিবে।