91

আশ-শাম্‌স

আয়াত সংখ্যা 15

0.00

0:53

وَ الشَّمۡسِ وَ ضُحٰہَا ۪ۙ﴿۱﴾

শপথ সূর্যের এবং উহার কিরণের,


وَ الۡقَمَرِ اِذَا تَلٰىہَا ۪ۙ﴿۲﴾

শপথ চন্দ্রের, যখন উহা সূর্যের পর আবির্ভূত হয়,


وَ النَّہَارِ اِذَا جَلّٰىہَا ۪ۙ﴿۳﴾

শপথ দিবসের, যখন সে উহাকে প্রকাশ করে,


وَ الَّیۡلِ اِذَا یَغۡشٰىہَا ۪ۙ﴿۴﴾

শপথ রজনীর, যখন সে উহাকে আচ্ছাদিত করে,


وَ السَّمَآءِ وَ مَا بَنٰہَا ۪ۙ﴿۵﴾

শপথ আকাশের এবং যিনি উহা নির্মাণ করিয়াছেন তাঁহার,


وَ الۡاَرۡضِ وَ مَا طَحٰہَا ۪ۙ﴿۶﴾

শপথ পৃথিবীর এবং যিনি উহাকে বিস্তৃত করিয়াছেন তাঁহার,


وَ نَفۡسٍ وَّ مَا سَوّٰىہَا ۪ۙ﴿۷﴾

শপথ মানুষের এবং তাঁহার, যিনি উহাকে সুঠাম করিয়াছেন,


فَاَلۡہَمَہَا فُجُوۡرَہَا وَ تَقۡوٰىہَا ۪ۙ﴿۸﴾

অতঃপর উহাকে উহার অসৎকর্ম ও উহার সৎকর্মের জ্ঞান দান করিয়াছেন।


قَدۡ اَفۡلَحَ مَنۡ زَکّٰىہَا ۪ۙ﴿۹﴾

সে-ই সফলকাম হইবে, যে নিজেকে পবিত্র করিবে।


وَ قَدۡ خَابَ مَنۡ دَسّٰىہَا ﴿ؕ۱۰﴾

এবং সেই ব্যর্থ হইবে, যে নিজেকে কলুষাচ্ছন্ন করিবে।


کَذَّبَتۡ ثَمُوۡدُ بِطَغۡوٰىہَاۤ ﴿۪ۙ۱۱﴾

সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত অস্বীকার করিয়াছিল।


اِذِ انۡۢبَعَثَ اَشۡقٰہَا ﴿۪ۙ۱۲﴾

উহাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হইয়া উঠিল,


فَقَالَ لَہُمۡ رَسُوۡلُ اللّٰہِ نَاقَۃَ اللّٰہِ وَ سُقۡیٰہَا ﴿ؕ۱۳﴾

তখন আল্লাহ্র রাসূল উহাদেরকে বলিল, আল্লাহ্‌র উষ্ট্রী ও উহাকে পানি পান করাইবার বিষয়ে সাবধান হও।


فَکَذَّبُوۡہُ فَعَقَرُوۡہَا ۪۬ۙ فَدَمۡدَمَ عَلَیۡہِمۡ رَبُّہُمۡ بِذَنۡۢبِہِمۡ فَسَوّٰىہَا ﴿۪ۙ۱۴﴾

কিন্তু উহারা রাসূলকে অস্বীকার করিল এবং উহাকে কাটিয়া ফেলিল। উহাদের পাপের জন্য উহাদের প্রতিপালক উহাদেরকে সমূলে ধ্বংস করিয়া একাকার করিয়া দিলেন।


وَ لَا یَخَافُ عُقۡبٰہَا ﴿٪۱۵﴾

এবং ইহার পরিণাম সম্পর্কে তিনি ভয় করেন না।